বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল সদরে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
এডভোকেট ফরহাদ ইকবাল ও তার সমর্থকরা
expand
এডভোকেট ফরহাদ ইকবাল ও তার সমর্থকরা

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল করেছে দলের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও তার সমর্থকরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “সদরের মানুষ চায়, এবার সদর আসনের প্রার্থী হোক সদরেরই সন্তান। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি মাঠে আছি।”

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা ফরহাদ ইকবালকে টাঙ্গাইল সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন