শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিএনপির পদবঞ্চিত নেতাদের নতুন সংগঠন ‘বিএনপি পরিবার’

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
নেত্রকোণায় বিএনপির পদবঞ্চিত নেতাদের নতুন সংগঠন ‘বিএনপি পরিবার’
expand
নেত্রকোণায় বিএনপির পদবঞ্চিত নেতাদের নতুন সংগঠন ‘বিএনপি পরিবার’

নেত্রকোণার আটপাড়ায় উপজেলা বিএনপির কমিটিতে স্থান না পাওয়া নেতা-কর্মীদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন— ‘আটপাড়া বিএনপি পরিবার’।

১৫ অক্টোবর ঘোষিত ৩০১ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, আর সদস্য সচিব আহম্মদ হোসেন শেখ।

কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাভুরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১১ বছর পর উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হলেও ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে।

এ সময় তারা বলেন, “ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাইরে রেখে একটি পকেট কমিটি করা হয়েছে, তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে নতুন সংগঠন করেছি।”

তারা আরও জানান, সাতটি ইউনিয়নে ইতোমধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এবং সামনে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী যিনি হবেন, তাঁর পক্ষেই কাজ করবে ‘আটপাড়া বিএনপি পরিবার’। স্থানীয় রাজনীতিতে এই নতুন সংগঠনটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন