বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ৬

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম
expand
কেন্দুয়ায় বিএনপি–জামায়াতের সংঘর্ষে আহত ৬

নেত্রকোনার কেন্দুয়ায় জামায়াতের নির্বাচনী কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পাটুয়াপাড়া মসজিদ সংলগ্ন উদ্দীপন কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন—সান্দিকোনা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম (৫৫), যাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান্দিকোনা ইউনিয়নের চরখিদিরপুর গ্রামের জামায়াত কর্মী নয়ন মিয়া (২৫)। ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবুল। যুগ্ম আহ্বায়ক রামিম মিয়া

ছাত্রদলের প্রচার সম্পাদক মো. রয়েল মিয়া । কৃষকদল নেতা নবীজুল। এদের মধ্যে কয়েকজন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী জামায়াতের নির্বাচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, তাদের উপস্থিতিতে প্রতিবাদ জানালে যুবদল নেতা হাবিবকে মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে রাত ৯টায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল হয়।

অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামী রাত সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানায়, শান্তিপূর্ণভাবে নির্বাচনী কমিটি গঠনের সময় হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা যুবদল নেতা হাবিবুর রহমান হাবুলের নেতৃত্বে হামলা চালায়। উপজেলা জামায়াতের আমীর মো. ছাদেকুর রহমান বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আরও বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন