

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নেত্রকোনার তাহমিনা ইসলাম পেয়েছেন ‘অধম্য নারী পুরস্কার ২০২৫’। জেলা ও উপজেলা—উভয় পর্যায়ে তিনি ‘শ্রেষ্ঠ অধম্য নারী’ হিসেবে নির্বাচিত হন।
মঙ্গলবার নেত্রকোনা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, নারী নেত্রী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং নাগরিক সমাজের ব্যক্তিরা।
পুরস্কারপ্রাপ্তিকে অভিনন্দন জানিয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, সমাজসেবায় তাহমিনার দীর্ঘদিনের নিবেদন এ পুরস্কারের মাধ্যমে যথার্থ স্বীকৃতি পেল।
কয়েক বছর ধরে তাহমিনা ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার, প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং শিশু–কিশোরদের সুরক্ষায় কাজ করে আসছেন। তার এসব উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
মন্তব্য করুন
