

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেছেন, দেশে প্রতিবছরে শিবির উন্নত নৈতিক চরিত্রের মানুষ তৈরি করছে ৯২ হাজার। যারা ২০২৩ সালে শিবির থেকে বিদায় নিয়েছে। সে হিসেবে গত ৫০ বছরে এই সংখ্যা লাখ লাখ। যারা ছিলেন উন্নত নৈতিক চরিত্রের অধিকারী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ শাখা কর্তৃক অনুষ্ঠেয় 'নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম'- এ প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
এর আগে নবীণ শিক্ষার্থীদের হাতে একটি লাল গোলাপ ও তিনটি বই দিয়ে বরণ করে নেন শিবির নেতারা।
রাজিবুর রহমান পলাশ বলেন, ছাত্রশিবির একটি ছাত্রবান্ধব প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের নিমিত্তে মেধাসম্পন্ন মানুষ তৈরি করে। কিন্তু বিগত সময়ে কিছু ব্যক্তি শিবিরকে নিয়ে মিথ্যা ও বানোয়াট কথা বলে নানাভাবে হেয়-প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য–মিথ্যার পার্থক্য নির্ণয় করতে সক্ষম হয়েছেন। যার প্রমাণ ডাকসু নির্বাচন।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে হাল ধরবে দেশ ও জাতির। এ জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে হবে তাদের। আমাদের লক্ষ্য কাউকে শিবির বানানো নয়, বরং একজন ভালো শিক্ষার্থী ও ভালো মানুষ তৈরি করা।
সাবেক এ নেতা আরো বলেন, ' শিবির এমন একটি সুশৃঙ্খল সংগঠন, যেখানে ছাত্রত্ব না থাকলে শিবির করার কোনো সুযোগ নেই। কিন্ত আমি এবং আমার মতো শিবিরের প্রত্যেক সদস্য, সাথী ও কর্মীদের ছাত্রত্ব শেষ হলেও গত ৫০ বছরে তৈরি ওই লাখ লাখ মানুষ দাবি করে যে, আমি আজীবন শিবির। সত্যি বলতে, হৃদয় থেকে তিনি কখনো সাবেক হন না এবং তারাই শিবিরের আয়ের উৎস।
সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেল মিয়ার সভাপতিত্বে এই নবীন বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন: রংপুর মেডিকেল কলেজ শাখা শিবির সভাপতি ডা. মোহাম্মদ শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, ডাকসুর পরিবহন সম্পাদক আব্দুল্লাহ আসিফ এবং শিবিরের গাইবান্ধা জেলা শাখা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।
মন্তব্য করুন
