

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (সিটিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার (২১ নভেম্বর) রাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনটির ২৩ জন সদস্য জেলা প্রেসক্লাব মিলনায়তনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো রফিকুল আলম, সহ-সভাপতি পদে এ কে এস রোকন, সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন জুয়েল বিজয়ী হন।
নির্বাচনে অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এটিএন বাংলার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদ এবং মাছরাঙ্গা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ২৪ প্রতিনিধি রফিক আলম ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু পান ৯ ভোট।
সহ-সভাপতি পদে একাত্তর টিভি ও সমকালের এ কে এস রোকন ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ টিভির আহসান হাবীব পান ৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মনোয়ার হোসেন জুয়েল ১২ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ টিভি ও আমার দেশ পত্রিকার তারেক রহমান ১০ ভোট পান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল 24 প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন নিউজের নাদিম হোসেন ৯ ভোট পান।
এছাড়া দপ্তর সম্পাদক পদে গাজী টিভির আশরাফুল ইসলামকে ৩ ভোটে হারিয়ে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন আজিম উদ্দিন, নির্বাহী সদস্য পদে বৈশাখী টিভির আব্দুল ওহাব ৫ ভোট বেশি পেয়ে বিজয় টিভির নাদিম হোসেন কে হারিয়ে, দৈনিক মানব জমিনের প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীকে ৩ ভোটের ব্যবধানে হারিয়ে বাংলাভিশনের প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বলেন, সিটিজেএ-কে আরও শক্তিশালী ও আধুনিক সংগঠনে রূপ দিতে সব সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন