রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘দেশের ৮০ শতাংশ মানুষ ইসলামী দলকে ভোট দিতে চায়’

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২১ এএম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির সাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী
expand
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির সাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী

বাংলাদেশের কোটি মানুষের প্রত্যাশা ইসলামী দলগুলো একসাথে দেশ পরিচালনা করুক। দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ এখন ইসলামিক দলকেই ক্ষমতায় চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির সাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজী।

শনিবার সন্ধ্যায় ফরিদপুরের সালথায় দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়ার আয়োজিত ‘সকল ইসলামিক দলের সাথে দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আলেম-ওলামাদের প্রতি জনগণের পূর্ণ আস্থা রয়েছে; জনগণের জানমালের নিরাপত্তাসহ দেশের পরিচালনার দায়িত্ব তারা আলেম-ওলামাদেরই দিতে চায়।

ইসলামী দলের ঐক্য প্রসঙ্গে তিনি জানান, যুগোপথ আন্দোলনে দলগুলো একসাথে থাকলেও নির্বাচনী ঐক্য বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সালথা উপজেলা জামায়াত আমির অধ্যাপক আবুল ফজল মুরাদসহ যুগপৎ আন্দোলনের চার দলীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন