

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পেঁপে চাষ। ধান, গম কিংবা ভুট্টার বদলে এখন অনেক কৃষক ঝুঁকছেন এই লাভজনক পেঁপে চাষের দিকে। কম খরচে বেশি আয় হওয়ায় মাঠে এখন সারি সারি পেঁপে গাছের সবুজ সমারোহ।
বিশেষ করে নাচোল উপজেলায় পেঁপে চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপযুক্ত আবহাওয়া ও উর্বর মাটির কারণে এখানে পেঁপে চাষে ফলনও ভালো হচ্ছে।
নাচোল উপজেলার কৃষক কামরুজ্জামান বলেন, “প্রথমে শখের বশে পেঁপে লাগিয়েছিলাম, এখন এটি আমার মূল আয়ের উৎস হয়ে গেছে। প্রতি বিঘায় খরচ হয় প্রায় ২৫ হাজার টাকা, আর আয় আসে এক লাখ টাকারও বেশি।”
নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম বলেন, নাচোল উপজেলার মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকেরা এখন আধুনিক পদ্ধতিতে চাষ করছে, এতে ফলন ও লাভ দুটোই বেড়েছে। নাচোলের কৃষকেরা এখন বাণিজ্যিকভাবে পেঁপে উৎপাদন করছে। আমরা তাদের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছি।”
এখন জেলার হাটবাজারে স্থানীয়ভাবে উৎপাদিত পেঁপের চাহিদা বাড়ছে। শুধু স্থানীয় বাজার নয়, চাঁপাইনবাবগঞ্জের পেঁপে যাচ্ছে রাজশাহী, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে।
সরকারি সহায়তা ও বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা গেলে চাঁপাইনবাবগঞ্জ একদিন দেশের অন্যতম পেঁপে উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।
কৃষি অর্থনীতিবিদরা মনে করছেন, এই উদ্যোগ অব্যাহত থাকলে নাচোল শিগগিরই পেঁপে উৎপাদনের জন্য একটি “রোল মডেল উপজেলা” হিসেবে পরিচিতি পাবে।
মন্তব্য করুন