বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমা গ্রেপ্তার
expand
নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমা গ্রেপ্তার

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমা (২৭)–কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশের দাবি, সম্প্রতি ছাত্র–জনতার আন্দোলনের সময় ময়মনসিংহে সংঘটিত স্বশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় রুমার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম রুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিগত ছাত্র–জনতার আন্দোলনের সময় যে সহিংসতা ও স্বশস্ত্র হামলার ঘটনা ঘটে, সেই মামলার সন্দেহভাজন হিসেবে জেসমিন আরা রুমাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন পুলিশ সদস্য মালগুদাম এলাকার একটি বাসায় অভিযান চালায়। এ সময় রুমাকে ঘর থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেসমিন আরা রুমা ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের মেয়ে। তাঁর স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। স্থানীয়ভাবে তাঁকে ছাত্র রাজনীতিতে সক্রিয় কর্মী হিসেবে চেনেন অনেকে।

পুলিশ জানিয়েছে, রুমার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগের অনুসন্ধান চলছে। আন্দোলনের সময় সংগঠনের গোপন বৈঠক আয়োজন ও উসকানিমূলক প্রচারে তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান, “গ্রেপ্তার হওয়া রুমা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আন্দোলনের সময় সংগঠনের পক্ষ থেকে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনার নির্দেশনাও তিনি দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন