

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেছেন, সামনে আমাদের নির্বাচন রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ভোটের বিষয়টি অগ্রাধিকার হয়ে যাবে। ইসি যেভাবে দিকনির্দেশনা দেবে আমরা সেভাবে চলব।
বৃহস্পতিবার বেলা ১১টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জেলার নিয়মিত যে কর্মকাণ্ড রয়েছে তা পরিচালনাসহ আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করব এবং জেলার পরিবেশ ও বসবাসযোগ্যতার বিষয়গুলো নিয়ে কাজ করব।
এসময় চাঁপাইনবাবগঞ্জের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি ।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক নকিব হোসেন তরফদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন
মন্তব্য করুন