

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানা, নাচোল থানা ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পদে রদবদল করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের ডিবির ওসি পদেও রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম-সেবা।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমানকে ভোলাহাট থানায়, ভোলাহাট থানার ওসি মোঃ শহিদুল ইসলামকে নাচোল থানায়, ডিবির ওসি মোঃ শাহীন আকন্দকে সদর মডেল থানায় এবং নাচোল থানার ওসি মনিরুল ইসলামকে ডিবির ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার রেজাউল করিম জানান, নাচোল থানার বর্তমান ওসি মনিরুল ইসলাম একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা তাই যোগ্যতার কথা ভেবে ডিবির ওসি হিসেবে তাকে ডিবিতে নেওয়া হয়েছে।
এছাড়া রুটিন ওয়ার্ক হিসেবেই থানার ওসিগুলো রদবদল করা হয়েছে। এতে কাজের পরিধি ও গতি বাড়বে বলে আশা করছি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
