শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় অল্পের জন্য রক্ষা পেলো ১৫০ যাত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় অল্পের জন্য বেঁচে গেল প্রায় ১৫০ জন যাত্রীর প্রাণ। ছবি: এনবিপি
expand
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় অল্পের জন্য বেঁচে গেল প্রায় ১৫০ জন যাত্রীর প্রাণ। ছবি: এনবিপি

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার খেয়াঘাটে একটি নৌকা প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে অল্পের জন্য বেঁচে গেলো নৌকাডুবির হাত থেকে।

জানা যায়, রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর থেকে একটি নৌকা আলিম নগর ঘাটের উদ্দেশে ছেড়ে আসার সময় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে পারের কাছেই ডুবতে থাকে নৌকাটি।

এ সময় নৌকার মাঝির কৌশলের কারণে অল্পের জন্য নৌকাটি বেঁচে যায় এবং প্রাণে রক্ষা পায় প্রায় দেড় শতাধিক যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ৭ ফিট চওড়া ও প্রায় ৪০ ফিট লম্বা নৌকায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নেওয়ার কথা থাকলেও শিশু ও বৃদ্ধসহ প্রায় ১৫০ জন যাত্রী বোঝাই করা হয়। ফলে অতিরিক্ত বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নারায়নপুর ইউনিয়নের একজন বাসিন্দা জানান, আজকে সকালে নৌকা ছাড়ার সময় নৌকাতে প্রায় দেড় শতাধিক মানুষ তোলা হয়, ফলে নৌকা ছাড়ার পরপরই নৌকাটি ডুবে যাচ্ছিল কিন্তু নৌকার মাঝির পারদর্শিতার কারণে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সবাই।

এর আগে ২০১৯ সালে পাকার ঘটে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে এতে একজনের মৃত্যু হয়। সেই মামলা এখনো চলমান থাকলেও সেখান থেকে শিক্ষা না নিয়ে একই কাজ করছে ঘাট ইজারাদাররা।

এ বিষয়ে ঘাট ইজারাদার ইমরান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি যাত্রীদের দোষ চাপিয়ে দিয়ে বলেন আগে নৌকায় চড়ার জন্য ঘাটে দাঁড়িয়ে থাকা সব যাত্রী একসঙ্গে নৌকায় উঠে যায়। আজকের ঘটনায় মূলত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন