শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে হাসিনার মতো পালাতে হবে: বিএনপি নেতা টিপু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

“ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, বিএনপি টিকে থাকবে—আমরা থাকব; কিন্তু যারা ক্ষমতার মসনদে বসে আরামে আছেন, তাদের শেখ হাসিনার মতো পালাতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের তমালতলা বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও নাটোর-১ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু।

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা আশা করছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার আচরণে মনে হচ্ছে তারা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাচ্ছেন।”

টিপু অভিযোগ করে বলেন, “যাদের ওপর নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের অনেকেই এখনও সরকারের ছায়াতলে থেকে কাজ করছেন। এতে নির্বাচনের স্বচ্ছতা হুমকির মুখে পড়েছে। শেয়ালের কাছে মুরগি রাখলে যেমন নিরাপদ নয়, তেমনি তাদের হাতে সুষ্ঠু ভোটও সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনার বলেছেন—যেখানে অনিয়ম হবে, সেখানে ভোট বন্ধ হবে। কিন্তু যারা অনিয়মের মূল পরিকল্পনাকারী, তারাই যদি দায়িত্বে থাকেন, তবে সুষ্ঠু নির্বাচন আশা করা বৃথা। প্রশাসনকে এখনই এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দায়িত্ব থেকে সরাতে হবে।”

টিপু তারেক রহমানকে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র আশার প্রতীক উল্লেখ করে বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিশ্চিত হবে।”

পথসভা শেষে টিপু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ করেন এবং তাদের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। তার বক্তব্যে উৎসাহিত হয়ে উপস্থিত নেতা-কর্মীরা করতালিতে মুখর করে তোলেন সমাবেশস্থল।

সভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আতিকুল ইসলাম বাচ্চু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভাস্থল শেষে পথসভা জনসভায় রূপ নেয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে টিপুর পথসভা পরিণত হয় বিক্ষুব্ধ জনসমুদ্রে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন