শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বড়াইগ্রামে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার দারিকুশী গ্রামে পুকুরে পড়ে আলী হোসেন (দেড় বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই গ্রামের নাইম হোসেনের ছেলে। শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের চাড়িতে পড়ে যায় আলী। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন