

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে অতীতের মতো কোন সিন্ডিকেট কাজ করতে পারবে না। ধর্ম মন্ত্রণালয়ের সকলে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে।
অতীতে হাজিদের জিম্মি করার যে প্রবণতা ছিল তা এখন শূন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে হাজিদের বাড়ি ভাড়াসহ সকল কাজ সম্পন্ন করায় গত বছর সাড়ে ৮ কোটিরও অধিক টাকা হাজিদের ফেরত দেয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষ তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
তিনি বলেন, এজমা, হৃদরোগ ও ক্যান্সারেরর রোগীদের হজে যেতে বারণ করেছে সৌদি সরকার। তাই ধর্ম মন্ত্রণালয় এইসব রোগীদের হজে যেতে দিবে না। কোন চিকিৎসক এইসব রোগীদের সুস্থ বলে সার্টিফটেকেট প্রদান করে তাহলে সেই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বয়স্কদের হজে না যাওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, হজে অনেক পরিশ্রম হয়। তা বয়স্ক মানুষদের কঠিন হয়। তাই তিনি বয়স্কদের হজে না যেতে আহবান করেন।
এছাড়া হজের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে বলে উপদেষ্টা বলেন, হজের জন্য সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে বলে জানান।
এ সময় নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
