

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ঘোড়াশাল-ডাংগা সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী এ সড়কে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্র-ছাত্রী, রোগী, শ্রমজীবী জনগণসহ সব শ্রেণি-পেশার মানুষের।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ঘোড়াশাল থেকে ডাংগা ইউনিয়নে যাওয়ার প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিনই এ সড়কে চলাচল করে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অধিকাংশ জায়গা বড় বড় খানাখন্দে ভরে গেছে। ফলে যানবাহনগুলো হেলে দুলে চলতে বাধ্য হচ্ছে, পাশাপাশি নিয়মিত নষ্ট হচ্ছে গাড়ি।
এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ডাংগা ইউনিয়নের পূবালী বাজার এলাকায় ‘ডাংগা ইউনিয়ন সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কামাল উদ্দিন, এনসিপি নরসিংদী জেলা কমিটির সদস্য নাঈম খানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, "এই সড়কটি ডাংগা ইউনিয়নের মানুষের জীবনরেখা। অথচ দীর্ঘ বছরের অবহেলায় এটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রোগী নিয়ে হাসপাতালে যেতে দুর্ভোগ, স্কুল-কলেজে যেতে ছাত্র-ছাত্রীদের চরম কষ্ট পোহাতে হয়। অবিলম্বে এই সড়কের অসম্পূর্ণ কাজ শেষ করে দ্রুত সংস্কার করতে হবে।"
এ সময় স্থানীয় নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
