শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খেলনা পিস্তল ব্যবহার করে ছিনতাই, গ্রেফতার ২

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
expand
খেলনা পিস্তল ব্যবহার করে ছিনতাই, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর ) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সুলতানপুর উত্তরপাড়া এলাকার মো: সেন্টু রহমানের ছেলে মো. সাগর ইসলাম ওরফে হৃদয় (৩০) ও চৌধুরী বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. অনিক (২৫)।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত আসামিরা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাইয়ের কাজ করতো। সোমবার ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে গ্রেফতারকৃত সাগরের কাছ থেকে একটি স্টিল বডির ধূসর রঙের খেলনা পিস্তল। এসময় তাদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের মোটরসাইকেল এবং নগদ এক হাজার দুইশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা খেলনা পিস্তল ব্যবহার করে ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতো।

গ্রেফতারকৃত সাগর ইসলাম ওরফে হৃদয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অনিকের বিরুদ্ধে একই থানায় একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ শাহিনূর ইসলাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন