

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে এ র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের আয়োজনে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, যখনই বাংলাদেশ বিপদের মূখে পড়েছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অগ্রণী ভুমিকা রেখেছে।
আন্দোলন-সংগ্রামে যুবদলের অনেক ভুমিকা রয়েছে। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পিছনে এই যুবদলের অনেক ভুমিকা রয়েছে। যুবদল রাস্তা-ঘাটে সব সময় আন্দোলন-সংগ্রামে ছিল। এই সিদ্ধিরগঞ্জে যুবদলের নেতৃত্ব দিয়েছিল আজকে যারা এই যুবদলের র্যালীতে অংশগ্রহণ করেছে তারা। সুতরাং এই যুবদল আগামী দিনেও বলিষ্ঠ ভুমিকা রাখবে। আগামী ফেব্রুয়ারী মাসে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরাও ইনশাআল্লাহ এই যুবদলকে বলিষ্ঠ ভুমিকা রাখতে বলবো, যেন ধানের শীষ প্রতীক যে প্রার্থীই পায় তাকে বিজয়ী করে আনতে পারে।
এদিকে মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, আন্দোলন-সংগ্রামে যুবদল সব সময় অগ্রণী ভুমিকা পালন করেছে। ছাত্র দল যেভাবে দাবানলের মত চলে ঠিক মহানগর যুবদলও দাবানলের মত ভুমিকা রেখেছে। আমাদেরকে আন্দোলন শিখাতে হবে না। আমরা পুলিশলীগ, আওয়ামীলীগসহ বিভিন্ন আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি।
এসময় সিদ্ধিরগঞ্জের নাসিকের ১০টি ওয়ার্ড থেকে শত শত যুবদলকর্মী মিছিল নিয়ে র্যালীতে অংশগ্রহণ করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
