শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যা চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম
রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যা চেষ্টা
expand
রূপগঞ্জে মুক্তিপণ না পেয়ে কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যা চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ এক ঘটনায় মুক্তিপণ না পেয়ে এক কলেজ শিক্ষার্থীকে চোখ উপড়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত শিক্ষার্থী রেদোয়ান হোসেন স্থানীয় সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

তার বাবা আক্তার হোসেন জানান, একই এলাকার পুলিশ সোর্স বাদল হোসেন, রিফাত, হোসেন আলী ও মঞ্জুরুল মিলে অর্থ আদায়ের লোভে তার ছেলেকে অপহরণ করে।

অপহরণের পর মধুখালী পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে বেধড়ক মারধর করা হয় রেদোয়ানকে।

এক পর্যায়ে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বাবা আক্তার হোসেন বিষয়টিকে প্রথমে দুষ্টুমি ভেবে ফোন কেটে দিলে ক্ষুব্ধ হয়ে অপহরণকারীরা রেদোয়ানের ডান চোখ ছোরা দিয়ে উপড়ে ফেলে।

তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় রেদোয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মোঃ তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, ভয়াবহ এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন