

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড ও কাঁচপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সম্প্রতি ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনার মূলহোতা সাইদুল বেপারীসহ ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (২৬ অক্টোবর) র্যাব-১১'র কোম্পানী কমান্ডার মোঃ নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি সুইচ গিয়ার ও ১ টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী এলাকার মোঃ শাহআলমের ছেলে মো: সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ সৈকত হোসেন (২৮) ও কুমিল্লার লাকসাম মোদাফ্ফরগঞ্জ শিববাড়ী এলাকার মৃত মাসুদের ছেলে মোঃ হৃদয় (২০)।
সম্প্রতি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি সিএনজিতে ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পরপরই নড়েচড়ে বসে প্রশাসনের কর্মকর্তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা অত্র এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি'সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা গ্রেফতারকৃত আসামি সাইদুল বেপারীর নেতৃত্বে পরস্পর যোগসাজসে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগন এবং সিএনজি, অটো ড্রাইভারদের নিকট হতে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি এবং ছিনতাই করে থাকে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, র্যাব ১১'র নারয়ণগঞ্জ এর একটি গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে শুক্রবার রাত ১১ টার সময় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা সাইদুল বেপারীসহ ৩ জন ছিনতাই কারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
