বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের প্রচারণায় মাঠে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির
expand
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পায়, যা গণতন্ত্রের মূল ভিত্তি।

তিনি বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে। কিছু সংস্কার জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, আর সে কারণেই এই গণভোটের আয়োজন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক আরও বলেন, আগে ভোট দেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না, এবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ‘হ্যাঁ’ বা ‘না’—যেটিতে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। আমরা এখানে এসেছি আপনাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন করতে।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল এসিল্যান্ড আসাদুজ্জামান নুর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাছিনুর রহমান, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X