শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইল-যশোর মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে এসআইসহ ৩ জন নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম
ছবিটি হাসপাতাল থেকে তোলা
expand
ছবিটি হাসপাতাল থেকে তোলা

নড়াইল-যশোর মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্যসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিক্কন আঢ্য (৩৫), নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই এবং যশোরের পুকুরিয়া গ্রামের বাসিন্দা।

আক্তার হোসেন, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে।

আবু জাফর, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী “নড়াইল এক্সপ্রেস” নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাঁশ বাসের ভেতরে ঢুকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলেই আক্তার হোসেন নিহত হন।

আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য ও যাত্রী আবু জাফরকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফরকে মৃত ঘোষণা করা হয়। পরে নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শোক প্রকাশ

পুলিশ কর্মকর্তা নিক্কনের মৃত্যুতে নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে শোক প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন