

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইল-২ (লোহাগড়া ও নড়াইল সদরের একাংশ) আসনে জেলা বিএনপির প্রভাবশালী (সদ্য বহিস্কৃত) সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নির্বাচনে ছড়িয়েছে চরম উত্তাপ।দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটের মাঠে থাকায় বহিষ্কার হলেও তিনি নির্বাচনে নিয়েছেন অনড় অবস্থান। এতে একদিকে বিএনপির অভ্যন্তরে বেড়েছে অস্বস্তি ও বিভক্তি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হওয়ায় অনেকটা স্বস্তিতে রয়েছেন।
এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির সাবেক চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নেমেছেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ( কলস প্রতিক)। স্থানীয়ভাবে তিনি পরিচিত ও প্রভাবশালী বিএনপি নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হলেও নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াননি। বরং মাঠে নেমে তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। এতে বিএনপির তৃণমূলে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নড়াইল জেলা জামায়াত ইসলামির আমির আতাউর রহমান বাচ্চু। তার নেতৃত্বে জামায়াত ইসলাম সংগঠিত ভাবে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। রাজনীতি বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া জামায়াত ইসলাম। এছাড়াও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা প্রতিক)।
স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম বলেন, আমি ৩৯ বছরের একজন বিএনপির কর্মি আমি ৩৯ বছর বিএনপির নেতাকর্মীদের সাথে রয়েছি তাদের সুখে দুঃখে পাশে থেকেছি। তাদের সাথে মামলায় ছিলাম জেল হাজতে ছিলাম। তাদের সাথে আমার পারিবারিক রাজনৈতিক সম্পর্ক রয়েছে তারা কেউ আমাকে ছেড়ে যাবেনা।
বিএনপির মনোনীত (ধানের শীষ প্রতীকের) প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিদ্রোহী প্রার্থী থাকলেও ধানের শীষের ভোটে কোনো প্রভাব পড়বে না। বিএনপির বিদ্রোহী বলে কিছু নেই। দল একজনকেই মনোনয়ন দিয়েছে। আমিই বিএনপির একমাত্র প্রার্থী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর (দাড়িপাল্লা প্রতিকের) প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, ভোটের মাটে আমি কেউকে প্রতিদ্বন্দ্বী মনে করিনা, আমি প্রতিযোগি মনে করি। আমি ঐক্যবদ্ধ বিএনপিকে মোকাবেলা করার জন্য দেড় বছর ধরে ভোটের মাটে রয়েছি। বিএনপির ভাঙনে আমার সুযোগ নিতে হবে এটা আমি মনে করিনা।
এদিকে নড়াইল-২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে ভিন্ন প্রতিক্রিয়া। সাধারণ ভোটারদের ভাষ্য, যিনি সত্যিকার অর্থে পাশে থাকবেন, তাকেই ভোট দেব। প্রতিশ্রুতি নয়, কাজ দেখতে চাই। নির্বাচন। নির্বাচন অফিসের তথ্যমতে, নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৯৮৮ জন। এ আসনের জন্য ১৪৭ টি ভোটকেন্দ্রে ৭৫৫ টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
মন্তব্য করুন
