

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার বোরহানউদ্দিন ও লালমোহনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রচারণা চালানোর সময় বিএনপির নেতাকর্মীরা বাধা প্রদান করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একই দিনে ভোলার লালমোহনেও প্রচারণাকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত সাতজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের খবর পাওয়ামাত্রই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়। বর্তমানে এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও তা প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নিয়ম মেনে চলাই প্রধান শর্ত। তিনি বলেন, “আমাদের কাছে যারা আগে আবেদন করবেন, আমরা তাদেরই সভার অনুমতি প্রদান করব। কেউ যদি অনুমতি ছাড়া প্রচারণা চালায় বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে বিষয়টি খতিয়ে দেখে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন
