শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আত্রাইয়ে বাগান থেকে ইউক্যালিপটাস গাছ চুরি

আত্রাইয়ে বাগান থেকে ইউক্যালিপটাস গাছ চুরি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নওগাঁর আত্রাই উপজেলায় ব্যক্তিগত বাগান থেকে একটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রওশন জামিলের পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে। সম্প্রতি ওই জমি নিয়ে প্রতিবেশী রফিকুলের সঙ্গে বিরোধ চলছিল।

চুরি হওয়া গাছটির আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা। ঘটনার পর রওশন জামিল আত্রাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিরোধের জের ধরেই চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। একজন কর্মকর্তাকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। চুরি যাওয়া গাছ উদ্ধারের জন্য অভিযান চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন