রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ: ছাত্রলীগের ৪ কর্মী আটক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
উম্মা উসওয়াতুন রাফিয়ার বাড়ীতে অগ্নিসংযোগ
expand
উম্মা উসওয়াতুন রাফিয়ার বাড়ীতে অগ্নিসংযোগ

ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসভবনে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত শাখার চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার তদন্তে যুক্ত সূত্র জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানা-পুলিশ শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পরে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মামলার অন্যান্য নথি ও প্রমাণাদি উপস্থাপনের পর চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ (৩০), একই এলাকার মো. বিপুল (২১) এবং আকুয়া ওয়্যারলেছ গেট এলাকার মো. রাজন (১৯)।

পুলিশ বলছে, চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাম্প্রতিক সময়েও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে।

পুলিশ আরও জানায়, গত বুধবার রাত ৩টার দিকে ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকার বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন