বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাল চাষের সুযোগ হাতছাড়া করি নাই:  আ ক ম আনোয়ারুল ইসলাম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:২৩ এএম
আ ক ম আনোয়ারুল ইসলাম চান
expand
আ ক ম আনোয়ারুল ইসলাম চান

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এখন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর চেয়ারম্যান এবং জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আ ক ম আনোয়ারুল ইসলাম চান। মাঠে-ময়দানে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে তিনি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। ‎ ‎সামাজিক যোগাযোগমাধ্যমেও পিছিয়ে নেই এই আইনজীবী। সম্প্রতি তিনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করেন, যেখানে তাকে হাল চাষ করতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন “৪৩ বছর পর হাল চাষের সুযোগ হাতছাড়া করি নাই।” মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আলোচনার ঝড় ওঠে নির্বাচনের মাঠে এমন ব্যতিক্রম এক প্রচারণা ঘিরে। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে কান্দিউরা গ্রামে গণসংযোগে অংশ নিতে গেলে তাকে মাঠে দেখতে পেয়ে হাস্যরসের ছলে হাল ধরতে বলেন কৃষক মোহাম্মদ আলী । সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট চান হাল ধরে মাঠে নেমে পড়েন। শিশুসুলভ সরলতায় হাসতে হাসতে তিনি কয়েক মিনিট হাল চাষ করেন। আশপাশের উপস্থিত মানুষ এতে বেশ উৎসাহিত হয়ে ভিডিও ধারণ করেন এবং তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ‎ ‎ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী লাঙ্গল-গরুর হাল নিয়ে তিনি সাবলীলভাবে কাজ করছেন। পরে তিনি বলেন, “গ্রামের সাথে আমার আত্মার যোগ। ছোটবেলায় বাবার সাথে বহুবার হাল ধরেছি। ৪৩ বছর পর আজ সুযোগ এসে গেছে। রাজনীতি মানে মানুষের কাছে যাওয়া, তাদের জীবন বোঝা সেই অনুভূতি থেকেই আজ আবার হাল ধরলাম।” ‎ ‎তার এই উদ্যোগকে কেউ দেখছেন গ্রামবাংলার ঐতিহ্যের প্রতি ভালোবাসা হিসেবে, আবার কেউ একে নির্বাচনী প্রচারের নতুন কৌশল বলেও অভিহিত করছেন। তবে সাধারণ মানুষের মধ্যে ভিডিওটি ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা জানান। ‎ ‎এদিকে নির্বাচনী মাঠে প্রচারণা জোরদার করেছেন অ্যাডভোকেট আ ক ম আনোয়ারুল ইসলাম চান। উন্নয়ন, জনসেবা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তৃণমূল মানুষের অধিকার এসব ইস্যুকে প্রাধান্য দিয়ে তিনি প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ‎ ‎নান্দাইলের রাজনীতিতে মাঠপর্যায়ের সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হওয়া, কৃষকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এসব আচরণ তাকে আরও জনপ্রিয় করে তুলবে বলে তার সমর্থকরা মনে করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন