

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ এলাকার জিকেপি কলেজে এক ছাত্রীকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে কলেজ ক্যাম্পাসে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিকেলে কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের ঘোষণা দেয়।
কলেজ সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে পছন্দ করেন একই কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। ওই ছাত্রীকে প্রথম বর্ষের অপর এক শিক্ষার্থীও ভালোবাসার কথা জানান। এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে মানসিক টানাপোড়েন শুরু হয়, যা পরে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে রূপ নেয়।
সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে এসে কিছু অংশে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
কলেজ অধ্যক্ষ সুলতানা পারভীন জানান, অপ্রত্যাশিত এই ঘটনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও শান্ত পরিবেশ নিশ্চিত করতে কলেজ পরিচালনা কমিটি জরুরি বৈঠকে বসে। সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত কলেজের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, একই ছাত্রীকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন