

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী বলদা বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ জনজীবনের এক অনন্য ঐতিহ্য—মাছ ধরা উৎসব হাইত । বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর রাত থেকে এ উৎসবকে ঘিরে বিলে জড়ো হয় শতশত মানুষ। স্থানীয় এলাকাবাসীসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মিলে উৎসবের আমেজে মাতোয়ারা হয়ে ওঠে বলদা বিলের চারপাশ।
বিলে পানির স্তর কমে আসলে প্রতিবছরই এই বিলে মাছ ধরা উৎসবের আয়োজন করা হয়। এটি স্থানীয়ভাবে “হাইত মাছ ধরা” নামে পরিচিত। ভোর থেকেই লোকজন জাল, খাচা, ফাঁদ, পলো ও ডিঙি নৌকা নিয়ে হাজির হন বিলে। সকাল ৬ টার দিকে আনুষ্ঠানিক সূচনা হয়। কেউ দল বেঁধে, কেউ একা একা মাছ ধরতে নেমে পড়ে বিলজুড়ে।  এ সময় চারদিকে শুধু আনন্দের ধ্বনি—“পাইছি! পাইছি!”—এই চিৎকারে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। শিশু-কিশোরদের কৌতূহলী ভিড়, উৎসাহ, আর গ্রামীণ জীবনের চিরচেনা হাসি-আনন্দ মিলে উৎসবটিকে পরিণত করে এক মিলনমেলায়।  স্থানীয় রহমত আলী জানান, “বলদা বিল শুধু মাছ ধরার জায়গা নয়, এটি আমাদের গ্রামের ঐতিহ্য। প্রতি বছর এই উৎসবকে ঘিরে মানুষ একত্র হয়, যার মাধ্যমে গ্রামীণ ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।”  উৎসবে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির দেশি মাছ—শোল, কৈ, ট্যাংরা, শিং, মাগুর,বোয়াল ও তেলাপিয়া। কেউ কেউ বড় মাছ পেয়ে উল্লাসে মেতে ওঠেন, আবার অনেকে পরিবারের জন্য সামান্য মাছ নিয়েই তৃপ্তি প্রকাশ করেন।
বিলপাড়ের বাসিন্দা রহিম মিয়া বলেন বাবারে অহনা আর আগের মতো আগের দিন পলো শিকারী নাজমুল, কবির , আশরাফুল আলম বলেন বিয়ের যে ডাকনাম শুনে আসছি সে অনুপাতে মাছ নাই। তবে এটা ময়মনসিংহের সব চেয়ে বড় বিল।
স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ঐতিহ্যবাহী উৎসব শুধু বিনোদন নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও সমাজের আন্তরিকতার প্রতিচ্ছবি। তারা চান, এই প্রাচীন ঐতিহ্য যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
