শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা প্রত্যাহার করে ফেসবুকে যা লিখলেন জামায়াত প্রার্থী ফজলু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
জামায়াত প্রার্থী ফজলু
expand
জামায়াত প্রার্থী ফজলু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে তিনি তার নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের নির্যাতন, কারবরণ ও জুলুমের শিকার হয়েছি। তবুও আমি পিছিয়ে যাইনি। কারণ বিশ্বাস করি, সত্যের পথে চলা মানেই কন্টকাকীর্ণ পথ বেছে নেয়া। জুলাই পরবর্তী সময়ে এই ভালুকা আসনের ঘরে ঘরে ইসলামী রাজনীতির বার্তা পৌছে দিতে যে সংগ্রাম করেছি, তা একা আমার নয়, তা ভালুকাবাসির সম্মিলিত ত্যাগের ইতিহাস।

তিনি আরও বলেন, ইসলামের বৃহত স্বাথের, উম্মাহর ঐক্যের স্বার্থে এবং দেশ ও জনতার কল্যাণে জোটের শরীক দল এনসিপির মনোনীত প্রার্থী ডা. জাহিদুল ইসলামকে সমর্থন বলে জানিয়েছেন।

আসনটিত অন্য প্রার্থীরা হলেন, বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, গণঅধিকার পরিষদের অদ্যাপক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ ও ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল কাশেমী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X