বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে শেখ হাসিনার পক্ষে মিছিল, ১০ জন আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
মুন্সীগঞ্জে শেখ হাসিনার পক্ষে মিছিল, ১০ জন আটক
expand
মুন্সীগঞ্জে শেখ হাসিনার পক্ষে মিছিল, ১০ জন আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ ছাত্রলীগ সিরাজদিখান উপজেলা শাখা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে ইমামগঞ্জ বাজার এলাকায় তারা জড়ো হয়। আদালতে শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়ের বিষয়টিকে কেন্দ্র করে তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপতৎপরতার পরিকল্পনা করছিল বলে পুলিশের অভিযোগ।

বুধবার (১৯ নভেম্বর )সিরাজদিখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সিরাজদিখান থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একাধিক রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে আছেন ১. মোঃ মন্টু ভূইয়া (৩০), বাসাইল ইউপি যুবলীগ সদস্য ২. মোঃ নাইম শেখ উজ্জল (২২), উপজেলা ছাত্রলীগ সদস্য ৩. মোঃ হায়দার শেখ (২২) ৪. রহিম শেখ (২৪), জৈনসার ইউপি ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ৫. মোঃ মকবুল হোসেন (৫৪), মালখানগর ইউনিয়ন যুবলীগ সভাপতি ৬. ইউসুফ শেখ (৪৯), সহ-সভাপতি, কেয়াইন ইউপি শ্রমিকলীগ ৭. বাচ্চু সরকার (৪৮), সভাপতি, রশুনিয়া ইউপি কৃষকলীগ ৮. মোঃ আলমগীর হোসেন (৫০), কোলা ইউপি সহ-সাংগঠনিক সম্পাদক ৯. মোঃ হালিম বেপারী (৩৮) ১০. মোঃ সজিব মোল্লা (৩৬), স্বেচ্ছাসেবক লীগ উপ-কমিটির সদস্য পুলিশ জানায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয় এবং নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

মামলার তদন্ত চলছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগে গত কাল রাতে মঙ্গলবার মিছিলে অংশ নেওয়া বিক্ষোভ কারীদের গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় তিন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন