

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা পরিদর্শন করেছেন আদালতের বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন শাখা পরিদর্শন করেন বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী।
এর আগে তিনি থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাকে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে বিচারক থানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রমের মানোন্নয়ন, আদালতের সাক্ষীদের সময়মতো উপস্থাপন, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী হাজিরের ব্যবস্থা এবং জনগণকে হয়রানি থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন থানার কর্মকর্তাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন— আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, মোসা: রহিমা আক্তার, নুসরাত শারমিন, দুরদানা রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমানসহ থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ।
মন্তব্য করুন