শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কওমি মাদ্রাসাগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো হবে: সপু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে কওমি মাদ্রাসাগুলোর জন্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সিরাজদিখান উপজেলার জামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারপত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, এর আগে ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখদের নিয়ে ভাওতাবাজি করেছিলেন। তারা আল্লামা আহমদ শফী (রহ.)-এর মতো কওমি মাদ্রাসার জ্যেষ্ঠ মুরুব্বীকেও ধোঁকা দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি ছিল ধোঁকাবাজি আর ভাওতাবাজির। কিন্তু বিএনপি যা বলে, তা বাস্তবায়নের চেষ্টা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী ফাউন্ডেশনসহ ধর্মীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে ইসলামী শিক্ষা, বিশেষত কওমি মাদ্রাসাগুলো দেশের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব প্রতিষ্ঠানকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সহায়তা করবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার, খালেক শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন