শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়িতে হোটেল বানীর মালিককে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম
টঙ্গীবাড়িতে হোটেল বানীর মালিককে জরিমানা
expand
টঙ্গীবাড়িতে হোটেল বানীর মালিককে জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজারে অভিযান চালিয়ে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে হোটেল বানীতে দেখা যায়, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। এসব অপর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে না চলায় প্রতিষ্ঠানটির মালিক মো. বাবুল মহাজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তাকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে সহায়তা করেন টঙ্গীবাড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ি থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, “আমরা নিয়মিত বাজার তদারকি করছি। টঙ্গীবাড়ি বাজারের হোটেল বানীর মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন