শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম
ইকবাল দেওয়ান (৩৮)
expand
ইকবাল দেওয়ান (৩৮)

ইতালির রোম শহরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের মো. ইকবাল দেওয়ান (৩৮) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মেট্রোরেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সানজুবানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

ইকবাল দেওয়ানের মৃত্যুর খবরে ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এবং তার নিজ গ্রাম রহিমগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

রোমপ্রবাসী সাংবাদিক ও মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম চমক জানান, ইকবাল ভাইয়ের সঙ্গে গতকাল রাতেও চা খেয়েছিলাম।

সকালে তার মৃত্যুর খবর শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন