

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কর্মী-সমর্থকেরা।
আজ শনিবার বিকালে গাংনী উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে মানববন্ধনটি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাঁড়াডোব থেকে শুরু হয়ে জেলার শেষ সীমানা খলিশাকুন্ডি পর্যন্ত বিস্তৃত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে হাজারো নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বক্তারা বলেন, জাভেদ মাসুদ মিল্টন দীর্ঘ ১৭ বছর নির্যাতন-নিপীড়ন সহ্য করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাংনীতে অবস্থান করেও মনোনয়ন বঞ্চিত হচ্ছেন।
এটি গাংনীর মানুষ মেনে নেবে না। যতদিন জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেওয়া হবে, ততদিন তারা রাস্তায় ও কর্মসূচিতে থাকবেন বলে ঘোষণা দেন বক্তারা।
এর আগেও মনোনয়ন বিবেচনা ও বাতিলের দাবিতে গাংনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও রণক্ষেত্রের সৃষ্টি হয়।
এতে ১০ জন বিএনপি কর্মী-সমর্থক আহত হওয়ার পাশাপাশি বিএনপি অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
মন্তব্য করুন