রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: বিএনপি নেতা এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
expand
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

চৌপল্লী কেজি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বৈঠকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী এ্যানি বলেন, দেশের স্বাভাবিক, সুন্দর ও নিয়মতান্ত্রিক নির্বাচন শিগগিরই হবে।

সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ নেবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং গ্রাম-গঞ্জে মানুষের আস্থা অর্জন করেছেন।

তাঁর রাজনৈতিক দর্শনই আজকের বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের মূল ভিত্তি। তারেক রহমান দেশের বাইরে থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন।”

সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে এ্যানি বলেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। নানা বাধা ও নিষেধ থাকা সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।”

তিনি নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকারও আহ্বান জানান। তার ভাষ্য, “নির্বাচনী পরিবেশ তৈরি হলেও নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সকলকে প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারা, সাধারণ সম্পাদক সুমি বেগমসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন