

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট জেলার তিনটি আসনের মধ্যে দুইটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ জন প্রার্থীর নামের একটি তালিকা প্রকাশ করেন। তিনি জানান, এই তালিকা আংশিক এবং পরবর্তীতে প্রয়োজনে পরিবর্তন আনা হতে পারে।
ঘোষিত তালিকায় লালমনিরহাট জেলার লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) ও লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
লালমনিরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
অন্যদিকে, লালমনিরহাট-৩ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি। দুলু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবেও পরিচিত।
তবে জেলার গুরুত্বপূর্ণ আসন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ)-এর প্রার্থীর নাম হোল্ড করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এই আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় কিংবা জোটগত সমীকরণের কারণে প্রার্থী চূড়ান্ত করতে কিছুটা সময় নিচ্ছে বিএনপি।
মন্তব্য করুন