

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পুরান ঢাকায় বংশালের কসাইটুলীতে ভূমিকম্পে বহুতল ভবনের রেলিং পড়ে নিহত হয়েছেন বাবা আব্দুর রহিম ও তার ছেলে আব্দুল আজিজ রিমন।
তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯ টায় নিহত বাবা-ছেলের জানাজার নামাজ তাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।
এদিকে পরিবারের দু'জনকে হারিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে আব্দুর রহিম তৃতীয়। তিনি ঢাকার সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন।
শুক্রবার সকালে ছেলে আব্দুল আজিজ রিমনকে সাথে নিয়ে মাংস কিনতে যান বংশালের কসাইটুলীতে। ওই সময় হঠাৎ ভূমিকম্পে ৫তলা ভবনের ছাদ থেকে রেলিং ভেঙে তাদের দুইজনের মাথায় পড়ে।
ঘটনাস্থলেই নিহত হন বাবা আব্দুর রহিম এবং হাসপাতাল নেওয়ার পর মারা যায় তার ছেলে আব্দুল আজিজ রিমন। রিমন কুরআনের হাফেজ।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ঢাকায় ভূমিকম্পে আব্দুর রহিম ও তার মেঝো ছেলের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাদের মৃত্যুতে আমাদের সকলকে শোকাবদ্ধ করেছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
মন্তব্য করুন