রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
expand
ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

রাজধানীতে শুক্রবারের শক্তিশালী ভূকম্পনে মেট্রোরেলের একাধিক স্টেশনের বিভিন্ন স্থানে ফাটলের দেখা গেছে।

বিকেলে সরেজমিন ঘুরে দেখা যায়- কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ এবং ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে নতুন ক্ষতির চিহ্ন উঁকি দিচ্ছে।

মিরপুর ১০ স্টেশনে দায়িত্ব পালনরত এক কর্মকর্তা জানান, ভেতরের কয়েকটি টাইলসে নতুন দাগ দেখা গেছে। একই ধরনের পর্যবেক্ষণ করেছেন মিরপুর ১১, বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের কর্মীরা।

পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা স্টেশন কন্ট্রোলার প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্টেশনে থাকা ফাটল দেখানো হলে বলেন, “এগুলো আগে থেকেই থাকতে পারে, আবার ভূমিকম্পেও তৈরি হতে পারে আমি আগে খেয়াল করি নাই।

ভূমিকম্পের পর স্টেশন এলাকায় নিরাপত্তা বাড়ানো হলেও বিকেল থেকেই স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়। এতে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। যাত্রীদের অভিযোগ ফাটল ধরা অবস্থায় মেট্রোরেল চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

মেট্রোরেলের একজন যাত্রী বলেন, মেট্রোরেল প্রতিদিনের যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ। এত ব্যয়ে তৈরি স্টেশনগুলোতে এমন ক্ষতি দুঃখজনক। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু করার থাকে না।

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মেট্রোরেল চলাচল নিরাপদ কি না -এমন প্রশ্নে তিনি বলেন, ট্রায়াল রান করে নিশ্চিত হয়েই চলাচল শুরু করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন