শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জিপিএ-৫ পেলেন হফেজা যমজ দুই বোন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১:০৭ এএম
expand
জিপিএ-৫ পেলেন হফেজা যমজ দুই বোন

আরিফা ও আবিদা খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদের যমজ মেয়ে। তাদের বাবা সৌদি আরবে থাকেন। এজন্য তারা ছোটবেলা থেকে মায় সালমা আক্তারের সঙ্গে নানার বাড়ির এলাকা রায়পুর পৌরসভায় একটি বাসায় ভাড়া থাকেন।

আরিফা ও আবিদা চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা অংশ নেয়।

জানা গেছে, আরিফা ও আবিদা ১৮ বছর বয়সে প্রায় দেড় বছরে কুরআন শরীফ মুখস্ত করেছেন। একইসঙ্গে তারা হাফেজা হয়েছেন। তাদের চাচা হাফেজ মশিউরের কাছেই কুরআন মুখস্ত করেন আরিফা ও আদিবা।

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের প্রভাষক আব্দুল বাতেন গণমাধ্যমকে বলেন, আরিফা ও আবিদা দারুণ মেধাবী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতো। যে কোন পড়া তারা দ্রুত আয়ত্ত করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন