

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এইচএসসি পরীক্ষায় প্রত্যাশা পূরণ না হওয়ায় শিক্ষার্থীর আত্মহননের পথ বেছে নেওয়া
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল না পাওয়ার কারণে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান নাসরিন (১৮) নামে এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) জরুরি বিভাগের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন। তার মৃত্যুর খবরে সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাতের স্থায়ী ঠিকানা বরগুনা জেলার আমতলী উপজেলায়। তিনি স্থানীয় বাসিন্দা বশির মৃধার কন্যা। লেখাপড়ার জন্য তিনি বড় বোনের সঙ্গে বরিশাল শহরের বান্দ রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
চিকিৎসক আশিষ কুমার সাহা বলেন, দুপুর ১২টার দিকে নুসরাতকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
নুসরাতের সহপাঠীরা জানিয়েছেন, তিনি সবসময় প্রাণবন্ত ও পড়াশোনায় আগ্রহী ছিলেন। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় তারা হতবাক। একজন মেধাবী শিক্ষার্থীর এমন পরিণতি মানতে পারছেন না কেউই।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।
পরীক্ষার ফলাফলে নুসরাত বেশিরভাগ বিষয়ে ভালো করলেও ‘হেলথ সায়েন্স’ বিষয়ে ফেল করেছে। সে চাইলে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারত। ফলাফল পুনর্বিবেচনার সুযোগ থাকা সত্ত্বেও এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সত্যিই দুর্ভাগ্যজনক।”
এই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, এবং অভিভাবক মহলে শোক ও হতাশা বিরাজ করছে। শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এ ঘটনা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    