

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ওসমান চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বিপ্লবী তারুণ্য সংঘটন।
এর আগে গত ২০ আগস্ট তরুণীর বাবা মনির হোসেন বাদী হয়ে রায়পুর থানায় জয়কুরিসহ তিন জনের নামে মামলা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সম্রাট (ছাত্র জনতা),কামরুল নাহার (শিক্ষক প্রতিনিধি), নিবির (ছাত্র জনতা), মনির সাকিব (রায়পুর জুলাই মঞ্চের মুখ্য সংগঠক)।
বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধীরা যত প্রভাবশালী হোক না কেন, এ ঘটনায় কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, অপরাধীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    