শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: শাহাদাত হোসেন সেলিম

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিম
expand
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশের সব মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রীর কাছেও এই নির্দিষ্ট কার্ড পৌঁছাবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় একটি ফ্যামিলি কার্ড প্রদর্শন করে শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপি সরকার গঠন করলে এই কার্ড দেশের প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ডের সুবিধা সম্পর্কে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রত্যেকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। যারা এই সুবিধা গ্রহণ করবেন না, তাদের বরাদ্দ টাকাও অন্যদের মধ্যে বণ্টন করা হবে। ফলে একজন উপকারভোগী মাসে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। পাশাপাশি কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড সুবিধাও দেওয়া হবে। এসব সুবিধা পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, “একটি পক্ষ এতদিন জান্নাতের টিকিট বিক্রি করেছিল, আল্লাহ তাদের প্রতীকসহ সব কিছু কেড়ে নিয়েছেন। এখন একজন দুর্নীতিবাজকে ‘শাপলা কলি’ প্রতীক দিয়ে এখানে পাঠানো হয়েছে।” তিনি দাবি করেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওই প্রার্থীর কোনো ভূমিকা ছিল না।

নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও সালিশ বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন শাহাদাত হোসেন সেলিম। তিনি আরও দাবি করেন, যেখানে এক টাকা বরাদ্দ থাকে, সেখানে তিনি দশ টাকা বরাদ্দ এনে দেওয়ার সক্ষমতা রাখেন।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লিংকন, উপজেলা বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন তুর্কি, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু, জেলা ছাত্রদলের সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X