রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে জুয়েল সমর্থকদের মশাল মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম
কুষ্টিয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে জুয়েল সমর্থকদের মশাল মিছিল
expand
কুষ্টিয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে জুয়েল সমর্থকদের মশাল মিছিল

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে মশাল মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েলের সমর্থকেরা।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তারা বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে শরিফ উদ্দিন জুয়েলকে মনোনয়ন দিতে হবে। দৌলতপুরের মানুষ পরিবর্তন চায় এবং শরিফ উদ্দিন জুয়েলকে এমপি হিসেবে দেখতে চায়।

তারা আরও বলেন,"তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেই এ মশাল মিছিলের আয়োজন করা হয়েছে এবং মনোনয়ন পরিবর্তনের দাবিতে এর আগেও কয়েক দফায় মানববন্ধন ও গণ সমাবেশ করা হয়েছে।"

উল্লেখ্য, গত ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।কুষ্টিয়া-১ আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন