শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সীমান্তে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জব্দ করা রৌপ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৭৭ হাজার ১০০টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ দৌলতপুর উপজেলার মথুরাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪১/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠ নামক স্থান হতে হাবিলদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রৌপ্য উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ ৭৭ হাজার ১০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন