

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া পৌরসভার ডিগ্রি কলেজগেট এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, আগুন লাগার পর মুহূর্তেই পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সামনে একটি ফুচকার দোকান থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়।
অল্প সময়ের মধ্যেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফুচকার দোকান, টাইলসের দোকান, একটি স্টুডিও এবং একটি হোটেলের পেছনের অংশসহ চারটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। আগুনে দোকানগুলোর কাঠামো, মালামাল, আসবাবপত্র সবকিছুই ছাই হয়ে যায়। ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হক অপু বলেন, এখানে বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে, কোনো বিদ্যুৎজনিত ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আমার মামার টাইলসের দোকানও পুড়েছে। ঠিক কতটুকু ক্ষতি হয়েছে তা বলা না গেলেও আনুমানিক ১০-১৫ লাখ টাকার মতো ক্ষতি হতে পারে।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সারোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কীভাবে আগুনের সূত্রপাত এবং মোট কতটুকু ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভস্মীভূত দোকানের সামনে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অসহায় মন নিয়ে তাদের ক্ষয়ক্ষতির চিত্র দেখছিলেন। আগুনে কেউ হতাহত না হলেও অর্থনৈতিক ক্ষতির বোঝা সামাল দিতে হিমশিম খেতে হবে বলে জানান স্থানীয়রা।
মন্তব্য করুন