শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

তাড়াইল (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম
তাড়াইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
expand
তাড়াইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে তাড়াইল মাদরাসা মার্কেটস্থ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করে তাড়াইল উপজেলা যুবদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম মুকুল এবং উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সারোয়ার আলম।

সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী উমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ ভূইয়া।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের শহীদ মিয়া (মেম্বার), হুমায়ুন কবির, শুভ ভূঞা, আতিকুর রহমান লতিফ, মাসুদ পাভেজ, রবিউল আউয়াল, আফজালুর রহমান শামীম, এম.এ. শামীম,ছাত্রদলের আহবায়ক জিএম হাবিবুর রহমান, শহীদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী, দেলোয়ার হোসেন, রুবেল ভূঞা, মুখলেছুর রহমান মানিক, আব্দুল মজিদ, সাব্বির আহমেদ সবুজ, ইকবাল হোসেন মনি, আলম খান, তানভীর আহমেদ, জিয়া উদ্দীন, আবুল মুনছুর, আজিজ আহমেদ বাবলু, কামরুল হাসান, রুবেল মিয়া, কিরন মাহমুদ, আশরাফুল ইসলাম, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, উজ্জ্বল খান ও এহসান উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, যুবদল সব সময় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন