

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদেশে কাজ করতে যেতে চেয়েও এক লাখ টাকা জোগাড় করতে না পেরে মাইক ভাড়া করে প্রতিবেশীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক। অবশেষে সেই রাব্বির ভাগ্য ঘুরে গেছে, তাঁকে এবার ব্যাংক থেকে দুই লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে।
সব ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।
রাব্বির বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে। দরিদ্র পরিবারের সন্তান রাব্বি সৌদি আরবে কাজের ভিসা পেলেও অর্থের অভাবে তাঁর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল। বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে সহায়তা চেয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ক্ষোভে তিনি ১৬ অক্টোবর মাইক ভাড়া করে গ্রামজুড়ে নিজের হতাশা ও অভিমান প্রকাশ করেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রবাসী কল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখা বিষয়টি নজরে নেয়। যাচাই–বাছাই শেষে ২৩ অক্টোবর তাঁকে দুই লাখ টাকার ঋণ অনুমোদন করা হয়।
রাব্বি জানান, ‘দুবার বিদেশ যাওয়ার চেষ্টা করেও টাকার অভাবে যেতে পারিনি। এবারও সব শেষ হতে বসেছিল। রাগের বশে যা করেছি, সেটা সঠিক ছিল না—তবুও সেটার ফলেই হয়তো আল্লাহ আমার দরজা খুলে দিয়েছেন। এখন টিকিট হাতে পেয়েছি, ইনশাআল্লাহ ৩০ অক্টোবর সৌদি যাচ্ছি। সবাই দোয়া করবেন।’
প্রবাসী কল্যাণ ব্যাংকের কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ‘বিষয়টি গণমাধ্যমে দেখার পর আমরা স্থানীয়দের সহযোগিতায় রাব্বির সঙ্গে যোগাযোগ করি। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তাঁকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। তিনি দুই মাস পর থেকে কিস্তিতে ঋণ পরিশোধ শুরু করবেন।’
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    