রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
expand
গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

দেশের বন্দর ও টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার ‘সরকারি উদ্যোগের’ বিরোধিতা জানিয়ে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন—বন্দর-টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। তারা বলেন, সরকারের ভুল নীতির কারণে দেশে আইন শৃঙ্খলা সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। একই সঙ্গে দেড় বছর পার হলেও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার।

বক্তারা অভিযোগ করেন, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা রোধে সরকার ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ উদ্বেগ-আতঙ্কে দিন কাটাচ্ছে। সাম্প্রতিক সময়ে তৌহিদী জনতার নামে ‘মব সন্ত্রাস’ ঠেকাতে ব্যর্থতাকেও তারা সরকারের বিচক্ষণতার ঘাটতি বলে অভিহিত করেন।

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের শ্রমিক জনতা ইতোমধ্যে বন্দর রক্ষায় রাজপথে নেমেছে। দেশের স্বার্থ রক্ষায় বামপন্থী শক্তিও আন্দোলনে একাত্ম হয়েছে। তারা বলেন, আগামী ২৯ নভেম্বর ঢাকার কনভেনশনকে ঘিরে বৃহত্তর জনগোষ্ঠীকে বন্দর-মোহনা রক্ষার আন্দোলনে যুক্ত করতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে সরকারকে ‘দেশবিরোধী চুক্তি’ বাতিল করাতে বাধ্য করা হবে।

বক্তারা অবিলম্বে নির্বাচনী সরকার গঠন ও দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা আহ্বায়ক হাচিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন—বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, সিপিবি যশোরের সভাপতি মাহাবুবুর রহমান মজনু, বাসদ নেতা আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোরের সদস্য পলাশ বিশ্বাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন